৫০ টি সোনার বিস্কুট সহ দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।

0
449

শিলিগুড়ি:-৫০ টি সোনার বিস্কুট সহ দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।ডি আর আই সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রাকেশ কুমার এবং রমেশ কুমার শুক্লা।দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।উদ্ধার হওয়া ৫০টি সোনার বিস্কুটের মূল্য প্রায় ৪ কোটি টাকা।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে,গত রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি শপিং মলের কাছে একটি যাত্রীবাহী গাড়িতে থাকা দুই উত্তরপ্রদেশের যাত্রীর তল্লাশি নেয় ডিআরআই এর টিম।তল্লাশি চালিয়ে ওই গাড়িতে থাকা দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৫০টি সোনার বিস্কুট।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ৮ কিলো ৩০০ গ্রাম বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে,সোনার বিস্কুট গুলি মায়ানমার থেকে অসম হয়ে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল ধৃতদের।তবে তার আগেই দুই পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই।মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here