শীতল চক্রবর্তী :–-দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর একটি লজের ঘর থেকে মৃত দেহ উদ্ধার হলো এক যুবকের।গলায় দড়ি দেওয়া অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত যুবকের নাম আলোক দাস (২৭)বাড়ি পতিরাম এলাকায়।
লজ সূত্রে জানা গিয়েছে,রবিবার সকালে তাদের লজের ১২নম্বর ঘর ভাড়া নেই।আজ সকাল থেকেই ওই যুবক ঘর থেকে বের হয়নি।দুপুরে একাধিক বার ডাকাডাকি করার পরেও ভিতর থেকে কোনো সাড়া আসেনি বলে খবর। যার পরে লজের কর্তপক্ষ গঙ্গারামপুর থানায় খবর দেয়।পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন গলায় গামছা লাগিয়ে ঝুলে আছে।জার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত ব্যক্তির কাছে থেকে একটি সুসাইট নোট পাওয়া গেছে।তবে সুসাইট নোট কি লেখা রয়েছে তা পুলিশ এখনও জানায়নি।