কোভিড বিধি মেনে স্কুল খোলার দাবীতে ডেপুটেশন জেলা শাসককে, বালুরঘাটে আন্দোলনে এবিটিএ

0
455

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ জুলাই–––   স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খুলে পঠন পাঠন চালু সহ তিন দফা দাবীতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল শিক্ষক সংগঠন। সোমবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে  জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয়। এদিন কোভিড টিকাকরণ বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করে দুই শিক্ষক সংগঠন। এদিন শিক্ষক সংগঠনের এই ডেপুটেশন কর্মসূচী ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরী না হয় সেই কারনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়ন ছিল জেলা শাসকের অফিস চত্বরে। 

দক্ষিণ দিনাজপুর জেলার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি-র সম্পাদক শংকর ঘোষ জানিয়েছেন, অবিলম্বে বিদ্যালয় খুলে রোটেশনভাবে পড়াশুনা চালু করতে হবে। প্রত্যেকটা শিশুকে ভ্যাক্সিনের ব্যবস্থা করতে হবে এবং মিড ডে মিলের  রাজ্য ভিত্তিক বরাদ্দ আরও বাড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here