তপন থানার হযরত পুর গ্রাম পঞ্চায়েতের মহাদেব বাটিতে টোটো চুরির ঘটনায় ব্যাপক শোরগোল

0
356

তপন থানার হযরত পুর গ্রাম পঞ্চায়েতের মহাদেব বাটিতে টোটো চুরির ঘটনায় ব্যাপক শোরগোল, থানায় লিখিত অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ


শীতল চক্রবর্তী ,তপন, 17 জুলাই ,দক্ষিণ দিনাজপুর:—রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে তালা ভেঙে টোটো চুরি করে চম্পট দিল চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি নজরে আসতেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনজাপুরের তপন থানার ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের মহাদেববাটি এলাকায়।বিষয়ে রামপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন।ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তপন থানার ৪নং হরসুরা গ্রাম পঞ্চায়েতের মহাদেববাটি এলাকার বাসিন্দা রমজান আলী সরকারের ছেলে নূরজামিল সরকার দীর্ঘদিন ধরে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
প্রতিদিনের মতো শুক্রবার রাতে টোটো এনে রেখেছিলেন বাড়ির দরজার সামনে। একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে রাখা হয় টোটোটি প্রতিদিন রাখা হত।অভিযোগ রাতের অন্ধকারে তালা ভেঙে টোটোটি নিয়ে চম্পট দেয় চোরেরা।
চুরি যাওয়া টোটোর মালিক রমজান আলী সরকার ও ও তার ছেলে নুরজামাল সরকারের অভিযোগ করে জানিয়েছেন, একমাত্র রোজগারের জিনিসটি চুরি হয়ে যাওয়ায় কি করে যে সংসার পরিচালনা করব তা ভেবেই পাচ্ছি না। তাই পুলিশ তদন্ত করে দেখে ব্যবস্থা নেই সে দাবি জানায়।
পরিবারের উপার্জনের একমাত্র সম্বল টোটোটি চুরি যাওয়ায় মাথায় হাত পড়েছে তাদের।
এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি দুটি উদ্ধার ও চোরকে গ্রেফতারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here