মেখলিগঞ্জের নিজতরফে বিএসএফের গুলিতে জখম এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড সংলগ্ন এলাকায়।

0
480

কোচবিহার :-মেখলিগঞ্জের নিজতরফে বিএসএফের গুলিতে জখম এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড সংলগ্ন এলাকায়। জখম ওই যুবকের নাম মহম্মদ ফরিদুল(২০) তার বাড়ি নিজ তরফ গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের ফকিরের ডাণ্ডা এলাকায়। অভিযোগ,শুক্রবার রাতে ওই যুব পৌরসভায় টিউশন পড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পৌরসভার ৫নং ওয়ার্ডে ওই যুবকে কয়েক জন বিএসএফ জওয়ান আটক করে। তাদের দেখে ভয়ে বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটলে ওই যুবককে লক্ষকরে রবার্ট বুলেট ছোড়া হয় বলে অভিযোগ। এতে ওই যুবক গুরুতর জখম হয়। পরে পরিবারের
লোকেরা তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here