কোচবিহার:-গতকাল রাত থেকে কোচবিহারে লাগাতার বৃষ্টির ফলে গোটা কোচবিহার শহর জলমগ্ন হয়ে পড়েছে । কোচবিহার শহর সাধারণ মানুষের পাশাপাশি শনিবার জয়েন এন্ট্রান্স পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় । শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রত্যেকেই। যদিও ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিকাশি নালার পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হলেও অল্প বৃষ্টিতেই গোটা কোচবিহার শহর জলমগ্ন হয়ে পড়ে শনিবার । কোচবিহার শহরের প্রত্যেকটি রাস্তায় প্রায় হাটু জল জমে যায় । শহরের মুখ্য কেন্দ্রগুলো হাসপাতাল গেট থেকে শুরু করে কোচবিহার কোতোয়ালি থানার গেট সমস্ত স্থানে জলে জল ।

এর মধ্যেই শনিবার জয়েন এন্ট্রান্স পরীক্ষা । দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের বাসস্ট্যান্ডে নামার পরে হাঁটু জল পার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয় । জলের কারণে টোটো থেকে অটো কেউ যেতে চাননি। আবার যে সমস্ত অটো বা টোটো যারা যেতে রাজি হয়েছেন তারা ভাড়া অনেকটা বেশী দাবি করে বলেও অভিযোগ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের । সবথেকে বড় কারণ কোচবিহারের নিকাশি নালার পরিষ্কার পরিছন্নতা না হওয়ার কারণ। বেশ কিছু সাধারণ মানুষের অভিযোগ শহরের বড় বড় বহু ড্রেনগুলো রয়েছে প্রায় দশ বছর হয়ে গেল সেগুলো এখনো পরিষ্কার হয়নি ।