রায়গঞ্জ:-প্রচুর পরিমানে বিদেশী জাল মদ ও জাল মদ তৈরির উপকরণ এবং ফিলিং মেশিন উদ্ধার করল জেলা আবগারি দপ্তরের ডালখোলা শাখা। আটক করা হয় ৪ টি পিকআপ ভ্যান। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এত বিপুল পরিমানে বিদেশী জাল মদ ও মদ তৈরির উপকরণ ডালখোলা এলাকায় ধরা পড়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে আবগারি দপ্তরের ডালখোলা শাখা শনিবার ভোররাতে ডালখোলা পি ডব্লু ডি পাড়ার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪ টি পিকআপ ভ্যান থেকে জাল মদ সহ মদ তৈরির উপকরণ উদ্ধার করে। প্রায় দুঘন্টার অভিযান চালিয়ে বিদেশী মদের লেভেল লাগানো ৩২৩৮ লিটার জাল মদ, ২০০ লিটার কাঁচা স্পিরিট, ৪০ লিটাএ মদ তৈরির কাঁচামাল এবং ১ টি ফিলিং মেশিন উদ্ধার করে। ৪ টি পিকআপ ভ্যানকেও বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডালখোলা এলাকায়।