নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে অন্যের স্ত্রী ও সন্তানকে বাড়িতে রাখাকে ঘিরে ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন এলাকায় তুলকালাম কান্ড।

0
585

ইসলামপুর:-নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে অন্যের স্ত্রী ও সন্তানকে বাড়িতে রাখাকে ঘিরে ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন এলাকায় তুলকালাম কান্ড। ওই স্ত্রী ও সন্তান উদ্ধার করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলা সমিতির চাপে পরে অভিযুক্ত রাজেশ ভাদুড়িকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মহিলা সমিতি।

পরে ওই মহিলাকে তাঁর বাবার হাতে তুলে দেয় পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুর শহরের মিলনপল্লী সংলগ্ন এলাকার বাসিন্দা রাজেশ ভাদুড়ি তাঁর বিবাহিত স্ত্রী মামনি সাতরাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। মামনি সাতরা রাজেশ ভাদুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করে। সম্প্রতি রাজেশ ভাদুড়ির বিবাহ বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও গোয়ালপোখর থানার সোলপাড়া এলাকার বাসিন্দা অমৃত বিশ্বাসের স্ত্রী তুলসী বিশ্বাস ও তাঁর চার বছরের পুত্র সন্তানকে নিজের বাড়িতে এনে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন বলে অভিযোগ।

অমৃতবাবু কাজের সুবাদে চেন্নাইয়ে থাকতেন। বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের খোঁজ না পেয়ে গোয়ালপোখর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। স্ত্রী ও সন্তান ইসলামপুরের মিলনপল্লী এলাকায় রয়েছে জানতে পেরে সেখানে নিজের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে আসেন অমৃত বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here