কোচবিহার:-গোপন সূত্রে খবর পেয়ে ১০ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ।বুধবার রাতে কোচবিহার কোতওয়ালি থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকায় নাকা চেকিং বসানো হয় । আসাম থেকে কোচবিহারে আশা একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে 56 টি ব্যাগ পাওয়া যায় । যার মধ্যে 10 প্যাকেট গাজা উদ্ধার করা হয়। যার মধ্যে মোট প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ।

যে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আমিরালি আসামের ধুবড়ি জেলার বাসিন্দা ও ফতিযুল শেখ বাড়ি কোচবিহার বক্সিরহাট এলাকায় । জানা গিয়েছে কোচবিহারে মাঠপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। যেখান থেকে রাজ্যের অন্য স্থানে নিয়ে যাওয়া হতো । কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অরিজিৎ পাল চৌধুরী জানান এ ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে কোন রকম বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।