কোচবিহার:-আগ্নেয়াস্ত্রসহ উপ-প্রধানের বাড়িতে ঢুকে উপপ্রধানকে প্রাণে মারার চেষ্টা । অন্য দিকে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় । ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । ঘটনাস্থলে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সহ বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত চাকদার বাড়িতে আগ্নেয়াস্ত্রসহ ঢুকে তাকে প্রাণে মারার চেষ্টা করে একদল দুষ্কৃতী। উপ প্রধান কোন রকম বেঁচে যায়। পরে তাদের মধ্যে খোকন দাস নামে একজনকে স্থানীয়রা জড়ো হয়ে ধরে ফেলে । খবর পেয়ে পুন্ডিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে । তাদের অভিযোগ তার আগেই বুধবার রাতে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ সরকার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় । যে ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। বর্তমানে খোকন দাস নামে তাকে আটক করা হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এর পিছনে কি রয়েছে সমস্ত বিষয় পরিষ্কার নয়।