নিম্নমানের সামগ্রী দিয়ে পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ,অভিযোগ তুলে ‌কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা

0
726

মালদা;১৫জুলাই: নিম্নমানের কাজের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী। বৃহস্পতিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের শাসকদল পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।তাঁদের অভিযোগ,সিডিউল ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ চলছিল।খবর পেয়ে এলাকাবাসী মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে দেখে দু নম্বর ইট দিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে,কম পরিমাণে সিমেন্ট দেওয়া হচ্ছে,এমনকি ঢালাই কাজে নিম্নমানের রোড ব্যবহার করা হয়েছে।এদিন পঞ্চায়েত প্রধানকে মৌখিক অভিযোগ জানিয়ে কাজ বন্ধ করে দেন তারা। জানা যায় ৫০ লক্ষ টাকা বরাদ্দে দ্বিতল পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।একতলা ভবনের জন্য শুধু ২৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। একতলা ভবন নির্মাণের কাজ চলছে।

ভবানীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মহম্মদ মুদাসির জানান,ইট থেকে রোড পর্যন্ত পুরোটাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। সিডিউল মেনে কাজ না করলে এভাবেই কাজ বন্ধ থাকবে। ঠিকাদারের কাছে সিডিউল দেখতে চাইলে নানা অজুহাত দিয়ে চলে যায়। পঞ্চায়েতের এনএস কে ফোন করে অভিযোগ জানালে অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।তার তত্ত্বাবধানে সিডিউল মেনে কাজ হচ্ছে বলে দাবি।

ঠিকাদার গৌতম প্রামাণিক জানান সিডিউল মেনেই পঞ্চায়েত ভবন নির্মাণের কাজ হচ্ছে।বৃষ্টিতে ভিজে ইটগুলোকে দু নম্বর দেখালেও এক নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। গুনগতমানের রোড ব্যবহার করা হচ্ছে।গ্রামবাসী সিডিউল দেখতে চাইলে দেখতে পারে,তার কোনো আপত্তি নেই‌ বলে জানান।

পঞ্চায়েত প্রধান জৈনব নেশা জানান ব্লকে মিটিং থাকার কারণে পাঁচদিন ধরে পঞ্চায়েতে আসতে পারে নি।এই সুযোগে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ও রোড ব্যবহার করেছে।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here