প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে আর বিয়ের এক বছরের মধ্যে বিষ খেয়ে আত্মঘাতী ১৫ বছরের এক নাবালিকা কন্যা।

0
945

মালদা:- প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে আর বিয়ের এক বছরের মধ্যে বিষ খেয়ে আত্মঘাতী ১৫ বছরের এক নাবালিকা কন্যা। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার অন্তর্গত মাঝরা গ্রাম পঞ্চায়েতের ফতেল্লাপুর এলাকায়।
পরিবার ও হাসপাতাল সূত্রে খবর মৃত নাবালিকা কন্যার নাম নমিতা কর্মকার (১৫) বাড়ি গাজোল থানার অন্তর্গত মাঝরা গ্রাম পঞ্চায়েতের খন্তা এলাকার ফতেল্লাপুর এলাকায়। মৃত ওই নাবালিকা কন্যা গাজোলের রামচন্দ্র বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।


পরিবার সূত্রে খবর বিগত এক বছর আগে প্রেম ভালোবাসা করে অলতর কেষ্ট পুর এলাকার ফুল কুমার কর্মকার এর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে মেয়েটি। এরপর বিগত কয়েক মাস আগে পারিবারিক অশান্তির জেরে ফিরে আসে বাপের বাড়ি। এরপর গতকাল বিকেলে ফোনে স্বামীর সাথে কথা হয়। ফোনে কথোপকথন এরপর এই বিষ খেয়ে ফেলে নমিতা। এরপর পরিবারের লোকেরা তাকে তড়িঘড়ি গজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পথেই মৃত্যু হয় মেয়েটির। এদিন নমিতার মৃতদেহ ম্যাজিস্ট্রেট ইনক্রেস্ট এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


তবে এখান থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান সমাজে বাল্যবিবাহ আইনত অপরাধ হলেও পুলিশ ও সমাজের চোখে কিভাবে ধুলো দিয়ে একজন নাবালিকা কন্যার বিয়ে হতে পারে ? কেনইবা তার পালিয়ে যাবার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো না ? কেনইবা একজন নাবালিকা কন্যার বিয়ে আটকাতে পারল না পুলিশ এই প্রশ্ন তুলছেন সাধারন মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here