হিলির ব্যবসায়ী খুনের ঘটনায় বিজেপি নেতার গ্রেপ্তারিতে অস্বস্তিতে গেরুয়া শিবির

0
515

হিলির ব্যবসায়ী খুনের ঘটনায় বিজেপি নেতার গ্রেপ্তারিতে অস্বস্তিতে গেরুয়া শিবির। সাসপেন্ড করা হল দল থেকে, কটাক্ষ তৃণমূলের 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ জুলাই—  স্বর্ন ব্যবসায়ী খুনে গ্রেপ্তার হিলির ব্লক যুব সভাপতি, অস্বস্তিতে গেরুয়া শিবির। চাপে পড়ে কোর কমিটির জরুরী বৈঠক, সাসপেন্ড করা হল যুব নেতা সুব্রত মালীকে। সোমবার জেলা বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এমন কথায় জানালেন জেলা সভাপতি বিনয় বর্মন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী তে দল থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন ওই যুব নেতা। আর তার কারনে রবিবারই নিজেদের মধ্যে আলোচনা করে ওই নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।   যদিও এমন ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি বিজেপি দলটা যে দুস্কৃতিদের তারাই পরিচালিত হয় হিলির ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। 
      হিলি ব্লকের তৃণমূলের যুব সভাপতি সুদীপ মহন্ত বলেন, মানুষ বিজেপিকে এই কারনেই প্রত্যাখ্যান করেছে। দুষ্কৃতীদের নিয়ে সমাজে চলা যায় না।
      বিজেপি সভাপতি বিনয় বর্মন বলেন দলের কাজে যুক্ত না থাকায় অনির্দিষ্ট সময়ের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। 
 ছিনতায়ের উদ্দেশ্য নিয়ে একজন ব্যবসায়ীকে এমন নৃশংস ভাবে খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে বিজেপির যুব নেতার নাম উঠে আসায় জেলা জুড়ে অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। নেতৃত্ব বাছাই নিয়ে কর্মীদের কড়া সমালোচনার মুখেও এই ঘটনা নিয়ে পড়ছেন বিজেপি নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here