ছিনতায়ের উদ্দেশ্যে থেকেই হিলিতে খুন স্বর্ন ব্যবসায়ী, বললেন জেলা পুলিশ সুপার

0
502

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ জুলাই—  ছিনতাইয়ের উদ্দেশ্য থেকেই পরিকল্পনা মাফিক খুন হিলির স্বর্ণ ব্যবসায়ী, সাংবাদিক বৈঠকে জানালেন দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ সুপার। সোমবার বালুরঘাটে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এমন কথাই জানিয়েছে রাহুল দে। শুধু তাই নয়, খুন করতে আসা দুষ্কৃতীদের মোটরসাইকেলের কাটা সাইলেন্সার এর সূত্র ধরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে মোটর বাইকটিও। শুক্রবার রাতে তিওড়ের ওই স্বর্ন ব্যবসায়ী খুনের পরেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মোটর বাইকের সাইলেন্সার কাটার তথ্য পায় পুলিশ। যে সুত্র ধরেই তদন্তে এগিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় হিলি থানার পুলিশ। 

    পুলিশ জানিয়েছে অভিযুক্তদের একজন হিলি ব্লকের জগদীশপুরের বাসিন্দা সুব্রত মালী। অপরজন কলকাতার বাসিন্দা প্রশান্ত সাহানী, যে এর আগে বিহারের বাসিন্দা হিসাবেই পরিচিত ছিল। এই ঘটনায় তিওরের অপর এক বাসিন্দা তথা ওই ব্যবসায়ীর প্রতিবেশী রানা ঘোষ কেও গ্রেপ্তার করেছে পুলিশ । যাদের কাছ থেকে খুনের কাজে ব্যবহৃত ওই মোটর সাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পিছনে আরো তিন জন যুক্ত রয়েছে, যাদের খোজে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার। রবিবার ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পর এদিন ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে জেলা পুলিশ।


উল্লেখ্য, শুক্রবার রাতে তিওড়ের বাসিন্দা পেশায় স্বর্ন ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকানের হালখাতা সেরে তার স্ত্রী কে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন। যে সময় মোটর বাইক নিয়ে তাদের পিছু নেয় ওই দুস্কৃতিরা। বাড়ি থেকে সামান্য দূরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও চালায় তারা। যার পরেই মৃত্যু হয় ওই স্বর্ন ব্যবসায়ীর। তবে কি কারনে এই খুন তা নিয়ে বিস্তর জল্পনা চলে গোটা হিলি ব্লকে। যদিও পুলিশের দাবি, হালখাতা সেরে টাকা পয়সা নিয়েই বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। যে খবর পেতেই ওই দুস্কৃতিরা তা ছিনতায়ের উদ্দেশ্য রাতের অন্ধকারে পিছু নেন ওই ব্যবসায়ীর। ব্যবসায়ী ও তার স্ত্রীর কাছে থাকা দুইটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ দুস্কৃতিরা নিয়ে গেলেও অপরটি নিতে সক্ষম হননি তারা। 

      জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, ছিনতায়ের উদ্দেশ্য থেকেই এই খুন। তিনজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।  বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here