রায়গঞ্জ:-নিখোঁজ হওয়ার তিন মাস পর বিহারের সিউওয়ান জেলা থেকে রায়গঞ্জ থানার পুলিশ উদ্ধার করল এক নাবালিকাকে। ওই নাবালিকাকে অপহরন করে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজন মহিলাকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ ধৃত তিন মহিলা ধুপগুড়ির বাসিন্দা পিঙ্কি রায়, উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা আদুরি সিংহ রায় এবং করনদিঘীর বাসিন্দা রমবমি বর্মনকে সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নারী পাচার চক্রের সাথে তাদের যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৭ এপ্রিল রায়গঞ্জ থানার মধুপুর গ্রামের দেওগ্রাম এলাকার বাসিন্দা হলধর বর্মনের নাবালিকা বছর ১৭ বয়সী মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপরই নিখোঁজ নাবালিকার বাবা হলধর বর্মন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে প্রথমেই ধুপগুড়ি থেকে পিঙ্কি রায় নামে এক মহিলাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে ডালখোলার বাসিন্দা আদুরি সিংহের নাম৷ পুলিশ আদুরি সিংহকেও গ্রেপ্তার করে। এরপর ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকের বিহারের সিউওয়ান জেলায় পাচার করা হয়েছে। এরপর রায়গঞ্জ থানার পুলিশ বিহারের সিউওয়ান জেলার পুলিশের সাথে যোগাযোগ করে সেখান থেকে নিখোঁজ রায়গঞ্জের মধুপুরের নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে করনদিঘীর বাসিন্দা রমবমি বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সোমবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।