বেআইনি ভুটভুটি আটক জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের হাতে।পুলিশের চোখে ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিছু ভূটভুটি।

0
489

জলপাইগুড়ি:- বেআইনি ভুটভুটি আটক জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের হাতে।পুলিশের চোখে ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিছু ভূটভুটি। কখনো কাঁচা মাল আবার কখনো বাড়ি তৈরির সামগ্রী যেমন রড, সিমেন্ট বোঝাই করে শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একাধিক ভুটভুটি। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিনই বেআইনি ভূটভুটির বিরুদ্ধে সদর ট্রাফিক পুলিশের অভিযান চলছে। রবিবার সদর ট্রাফিক পুলিশের অভিযানে শহরের শান্তিপাড়া এলাকা থেকে একটি সব্জি বোঝাই ভূটভুটি আটক করা হয়। ভুটভুটি চালক বলেন, শহরের মধ্যে অনুমতি নেই বিষয়টি তার জানা ছিল না। তাই পুলিশ তার ভুটভুটি আটক করেছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here