রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন এলাকায় একের পর এক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার ভোররাতে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় একটি মোবাইলের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দোকানের সাটার ভেঙে প্রায় দেড় লক্ষাধিক টাকার মোবাইল ও অন্যান্য মোবাইল সামগ্রী চুরি করে দুস্কৃতীরা। দেবীনগরের পাশাপাশি শ্যামপুরেও একটি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দেবীনগরের ক্ষতিগ্রস্ত মোবাইল দোকানের মালিক সুজয় দাস জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুস্কৃতীরা তাঁর দোকানের সাটার ভেঙে অ্যানড্রয়েড মোবাইল সহ অন্যান্য মোবাইল এবং কিছু মোবাইল সামগ্রী চুরি করে চম্পট দেয়।
রায়গঞ্জ থানায় পুরো বিষয়টি জানিয়ে ঘটনার তদন্তের দাবি করেছেন সুজয় বাবু। এর পাশাপাশি চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর এদিন দেবীনগরের মহারাজা স্কুল সংলগ্ন এলাকায় মোবাইলের দোকানের পাশাপাশি শ্যামপুরেও একটি চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।