শীতল চক্রবর্তী :—-তপনের হরিবংশীপুরে জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর।
শনিবার সকাল দশটা নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায় জুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই শিশুর নাম রুপম বর্মন, বয়স দেড় বছর। তপন ব্লকের 10নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের হরিবংশীপুর গ্রামের বাসিন্দা গৌতম বর্মন এর একমাত্র সন্তান ওই শিশুটি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই এদিন সকালে খেলা করছিল শিশুটি। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা একটি ডোবার জলে পড়ে যায় শিশুটি। ওই শিশুর মা জলে ভেসে থাকতে দেখতে পেয়ে শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকাজুড়ে।