গঙ্গারামপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের শিববাড়ীতে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বিশিষ্টজনদের হাত দিয়ে ৫০০ জনকে বিভিন্ন ধরনের জিনিশ বিলি করা হল।

0
430

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 15 জুলাই দক্ষিণ দিনাজপুরে-করোনার সময়ে কিভাবে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করা যায় তা দেখান ওয়ার্ড তৃণমুল কংগ্রেস কমিটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে শিববাড়ী তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এমন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলা তৃণমূল সভাপতি সহ সংগঠনের সদস্যদের চাঁদের হাট বসল শিববাড়ীতে।উপস্থিত বিশিষ্টজনেদের হাত দিয়ে ৫০০জনের উপরে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা হয়।এমন অনুষ্টানে ওয়াডের তৃণমূল নেতা বাপি চক্রবর্তী গুরুত্ৰ পুনৰ ভূমিকা পালন করে চলেছেন একাধিক সময়ে। এমন সহযোগিতা পেয়ে ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ শিববাড়ীতে অনুষ্ঠানের আয়োজন করায় সকলেই সাধুবাদ জানিয়েছেন৷


গঙ্গারামপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা তৃণমুল মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস রাজনীতিতে কংগ্রেসের ব্যানারের হাতে ঘড়ি শিক্ষিত এই মানুষটি যে কোন প্রয়োজনে সাধারণ মানুষজনের পাশে দাড়িয়ে কাজ করার নেশা বহু দিনের।তিনি বেশ কয়েকবার কাউন্সিলর সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বর্তমান সময় পর্যন্ত।মুলক জয়ন্ত বাবু উদ্যাগে ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ শুক্রবার বিকেলে ১৫নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ শিববাড়ী তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এমন কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি গৌতম দাসের হাত দিয়েই ওয়ার্ডের দুস্থ প্রায় ৫০০ জনকে চাল, ডাল, আলু সোয়াবিন সাবান, তেল, মাস্ক সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা সভাপতি গৌতম বাবু ছাড়াও এদিনের অনুষ্টানে জেলা তৃণমুলের কনভেনর তথা শিববাড়ী তৃণমুল এলাকার তৃণমূল নেতা জয়ন্ত কুমার দাস, জেলা পরিষদের সহকরি সভাধিপতি ললিতা টিপ্পা, মহিলা তৃণমুলের জেলা সভাপতি মিঠু জোয়ারদার, যুব তৃণমুলের জেলা সভাপতি, অম্বরেশ সরকার ব্লক তৃণমুলের সভাপতি মৃনাল সরকার, তৃণমুল নেতা তথা পৌর প্রশাসক বোর্ডের সদস্য অমল সরকার, রাকেশ পন্ডিত, জেলা তৃণমুলের সাধারন সম্পাদক আনন্দ দাস, গঙ্গারামপুর মহিলা টাউন তৃণমুলের সভাপতি স্বপ্না বিশ্বাস সরকার, তৃণমুল নেতা রুস্তম আলী, ওয়ার্ড তৃণমুল নেতা চিত্ত সরকার,প্রাক্তন কাউন্সিলর দীনেশ হেমরম,লক্ষীকান্ত সরকার, গৌড় সাহা,ওয়াডের অন্নতম তৃনমুল নেতা বাপি চক্রবর্তী,বিশ্বজি দে,বিশ্বজিত ঘোষ ,অখিল মোহান্ত মত একাধিক তৃণমূল নেতারা উপথিস ছিল। বিভিন্ন সময়ে ওয়াডের তৃণমূল নেতা বাপি চক্রবর্তী দল ও নিজের উদ্যাগে বহু স্মাজ সেবা মূলক কাজ করে যান বহু দিন ধরেই। যা এদিন তিনি দলের পাশে থাকলেন। জেলা তৃণমূলের একাধিক নেতারা চাঁদের হাট বসিয়েছে শিববাড়ীতে তারা তা বিলি করেন।


করোনা বিধি মেনে এই অনুষ্ঠান করার পরে জেলা তৃণমুলের সভাপতি গৌতম দাস জানিয়েছেন, দল মানুষজনদের পাশে আছে আর সব সময় থাকবে।শিববাড়ী ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এমন অনুষ্টানের আয়োজন করায় তাদের আমি ধন্যবাদ জনাই।


জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার তথা ওয়ার্ড তৃণমূল নেতা জয়ন্ত কুমার দাস জানিয়েছেন ,আমরা সকলে অনুষ্ঠানে আসার জন্য বলেছিলাম। আমরা সব সময় মানুষজনদের পাশে থেকে কাজ করে যেতে চাই।


এমন সহযোগিতা পেয়ে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ এ শিববাড়ীতে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফ এ অনুষ্ঠানের আয়োজন করায় সকলে সাধুবাদ জানিয়েছেন।


তবে ওয়ার্ডে এদিন আবার প্রমান হল যারা থাকেন মানুষজনের সঙ্গে সেই জয়ন্ত কুমার দাস এর নেতৃত্বে মানুষজনও থাকে তাঁর পাশেই।


15নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে শিববাড়ীতে এমন অনুষ্ঠানের আয়োজন করায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here