সিভিক ভলেন্টিয়েরের রহস্যমৃত্যু পতিরামে, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঋনের বোঝাতেই এমন ঘটনা, বলছে পরিবার।
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ জুলাই––– এক সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু কে তুমুল চাঞ্চল্য। শোবার ঘর থেকেই উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। ঋণের দায়েই এমন আত্মহত্যা বলছে পরিবার। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার কৃষ্ণগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম খোকা ঘোষ (২৯)। শুক্রবার সকালে পতিরাম থানার পুলিশ এলাকায় পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
পুলিশ জানিয়েছে, পতিরাম থানায় দীর্ঘদিন ধরেই কর্মরত ছিল ওই সিভিক কর্মী। বিগত বেশকিছুদিন ধরে সাংসারিক ঋণের পরিমান বাড়তে থাকায় কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন ওই সিভিক কর্মী বলে অভিযোগ । আর যা নিয়ে মাঝে মধ্যেই সাংসারে অশান্তি লেগেই থাকত বলেও অভিযোগ । বৃহস্পতিবার রাতে সেইরকম একটি ঘটনা থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই সিভিক ভলেন্টিয়ার। তবে সঠিক কি কারণে ওই সিভিক কর্মী এমন আত্মহত্যা তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।
মৃতের শ্বশুর বিনয় রায় জানিয়েছেন, ঋণের পরিমান বেড়ে গিয়েছিল । ফলে সংসারে অশান্তি লেগেই থাকত । কি কারণে এই আত্মহত্যা তা স্পষ্ট নয় । পুলিশ তদন্ত করলে সঠিক কারণ বেড়িয়ে আসবে ।
পতিরাম থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।