অনলাইনে ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করে নজির গড়লো রায়গঞ্জ শহরের বাণীমন্দির প্রাথমিক বিদ্যালয়

0
471

রায়গঞ্জ:—–অনলাইনে ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা করে নজির গড়লো রায়গঞ্জ শহরের বাণীমন্দির প্রাথমিক বিদ্যালয়। বছরের শুরু থেকেই ভার্চুয়াল ক্লাস নেওয়ার পাশাপাশি ষান্মাসিক পরীক্ষাও নিল বানী মন্দির প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিরা। নেওয়া হবে বার্ষিক পরীক্ষাও।

করোনা অতিমারিতে আমাদের রাজ্য তথা দেশ জুড়ে প্রায় দেড় বছর ধরে বন্ধ স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আনলক পিরিয়ডে ধীরে ধীরে সবকিছু খুললেও ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান চালু করেনি সরকার। এমতাঅবস্থায় যদিও উচ্চ পর্যায়ের ছাত্রছাত্রীরা পাচ্ছে অনলাইনে পঠন পাঠনের সুবিধা, কিন্তু প্রাথমিকের ক্ষুদে পড়ুয়ারা বলতে গেলে একেবারেই বঞ্চিত হচ্ছে লেখাপড়ার সুবিধা থেকে। এই রকম অবস্থায় অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়ে নজির গড়লো বাণীমন্দির প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দীপান্বীতা চক্রবর্তী জানান তাঁরা গতবছরের করোনা পরিস্থিতিকে মাথায় রেখে ২০২১ এর শিক্ষাবর্ষের শুরু থেকেই ছাত্র ছাত্রীদের নিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও পরে গুগল মিটে নিয়মিত পঠন-পাঠনের চালু করা হয়। এতে স্কুলের খুদে ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবক অভিভাবিকারা যথেষ্ট সহায়তা করেছেন। যদিও বার্ষিক মোট তিনটির পরিবর্তে এবার দুটি পরীক্ষা নেবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেন এবং প্রথম ষান্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেছে জুলাই মাসের শুরুতেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র পাঠানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লিখে ছবি তুলে পাঠিয়ে দেন শিক্ষার্থীরা। এবং পরবর্তী এক ঘন্টার মধ্যে অভিভাবকেরা উত্তরপত্রগুলি বিদ্যালয়ে জমা করেন। অভিভাবকেরা ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী নিতে এসে পরীক্ষার উত্তরপত্র জমা দিয়ে যান। পড়াশুনার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন ভার্চুয়ালের মাধ্যমেই। বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত হোসেন বলেন, করোনা আবহে বিদ্যালয়ের এহেন প্রয়াসে শিক্ষকদের পাশাপাশি খুশি ছাত্র ছাত্রী এবং অভিভাবকেরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here