পথ নাটিকার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের পঞ্চমতম বর্ষ উদযাপন বালুরঘাটে, সাধারণ মানুষকে সচেতন করলো পুলিশ

0
608

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ জুলাই—  সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পের পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে পথনাটিকা অনুষ্ঠিত হল বালুরঘাটে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৫ম বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার অনুষ্ঠানিক শুভারম্ভ করেন পশ্চিমবঙ্গ পুলিশের মালদা রেঞ্জের ডি.আই.জি প্রবীণ কুমার ত্রিপাঠি, দক্ষিণ দিনাজপুর জেলা  পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট থানার আইসি অসীম গোপ, সদর ট্রাফিক ওদি বাবুল হোসেন সহ সমস্ত পুলিশের কর্মকর্তারা। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে একটি চক্ষু পরীক্ষা শিবিরও করা হয়।

জেলা  পুলিশ সুপার রাহুল দে বলেন, আমরা পর্যালোচনা করেছি দুর্ঘটনা কোথায় হচ্ছে-কেন হচ্ছে৷ মুখোমুখি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে রাস্তাগুলিকে দুইভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। 
     ডি.আই.জি প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন ৫ বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইভ  সেটাকে এই জেলাতে খুব ভালভাবে পালন করা হয়েছে। তিনি বলেন আগে থেকে দুর্ঘটনার সংখ্যা কমেছে কিন্তু এটাকে ধারাবাহিক রাখা এবং দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কম হয় এটা আমাদের জন্য সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here