মালদা:- চাকরি দেওয়ার নামে টাকা প্রতারণা কাণ্ডে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া, রবি মুর্মুর বাড়ি মালদা গাজোল থানার ঘাকসোল আদিবাসী পাড়ায় ।
প্রায় কুড়ি বছর আগে সে কলকাতা পুলিশের চাকরি পেয়েছিল। 14 বছর ধরে সে নিখোঁজ। পাড়া প্রতিবেশীরা জানান সে প্রায় 14 বছর ধরে গ্রামে আসে না। তার মা ছামি হেমব্রম এখানে একাই থাকেন। কিন্তু গ্রামে গিয়ে রবির বাড়িতে তার মায়ের হদিশ পাওয়া গেল না। বাড়িতে তালা বন্ধ। পাড়া-প্রতিবেশী কাছে জানান অনেকদিন ধরে তার মাকেও তারা গ্রামে দেখছে না। তার বাবা মারাং মুর্মু অনেক দিন আগে মারা গিয়েছেন। তার ভাই-বোন কেউ এখানে থাকেনা।
তবে রবি অনেক বছর আগে মালদা থেকে টাকা তুলে নিয়ে গেছিল। কিন্তু রবিকে টাকা দিয়েছে এমন মানুষের এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রথমদিকে সে ভালো ছেলে বলেই পরিচিত ছিল। নিজের কৃতিত্ব সে কলকাতা পুলিশের চাকরি পেয়েছিল। এর আগেও তার খোঁজ করতে কলকাতা পুলিশ বেশ কয়েক বার ঘাকসোলে এসেছিলো।