কোচবিহার:-
ভ্যাকসিন নিয়ে ফের বিভ্রান্তি ঘটনা ঘটল কোচবিহার জেলার দিনহাটা । এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে দ্বিতীয় ডোজ নিতে আসা মহিলাকে কোভ্যাকসিনের জায়গায় দেওয়া হল কোভিশিল্ড। নির্দিষ্ট সময়ে দ্বিতীয় ডোস ভ্যাকসিন নিতে আসা জয়া নারায়ন রায় অভিযোগ, এদিন তিনি দ্বিতীয় ডোজ দিনহাটা মহকুমা হাসপাতালে এসে দেখেন একটি ঘরে লেখা কো ভ্যাকসিন একটি ঘরে কোভিশিল্ড। এমত অবস্থায় কোভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। কর্তব্যরত ভলেন্টিয়ার দের জিজ্ঞাসা করেন তারা বলেন কোন এন্ট্রি করতে হবে না। এরপর ইনজেকশন দিয়ে বেরিয়ে এসে জানতে পারেন তাকে দেওয়া হয়েছে কোভিশিল্ড। এমত অবস্থায় অভিযোগ উঠেছে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির দিকে। তিনি বলেন যদি কোনো শারীরিক অসুস্থতা হয় তার দায় কে নেবে এবং পাশাপাশি তিনি জানিয়ে দেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
এবিষয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন লিখিত অভিযোগে পেলে খবর বিষয়টি ক্ষ্টিয়ে দেখা হবে।