ইসলামপুর:—দোকান ঘরের দাবীকে কেন্দ্র করে ইসলামপুরের জীবনমোড় এলাকায় দোকানের সামনেই গত দুদিন ধরে এক দম্পত্তির ধরনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়ে ইসলামপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, বিহারের কিশনগঞ্জ জেলার পোঠিয়া থানার পোঠিয়া বাজার এলাকার বাসিন্দা সীতারাম রজকের দাদা বলরাম রজক এবং তাঁর স্ত্রী মারা যাবার পর থেকে তাঁদের দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানের দেখভাল সীতারামই করে আসছিলেন। এমনকি দুই ভাসতীর বিবাহ দিয়েছিলেন সীতারাম রজক। এছাড়াও মৃত বলরাম রজকের একমাত্র সন্তান বিজয় রজক অসুস্থ হলে তাঁর চিকিৎসাও সীতারাম রজক করেছিলেন বলে দাবী করেন সীতারাম রজক। যদিও বর্তমানে বিজয় রজক অসুস্থতার কারণে মারা গিয়েছেন। তবে মৃত বিজয় রজকের শেষকৃত্য সীতারাম সম্পন্ন করেছিলেন বলে দাবী করেন তিনি। পাশাপাশি বিজয় রজকের জীবদ্দশায় জীবনমোড়ের ওই দোকানের দখল সীতারাম রজকের কাছেই ছিল বলে দাবী তাঁদের। কিন্তু স্থানীয় শৈলেন দত্ত ও অমর দত্তের উসকানিতে মৃত বলরাম রজকের মেয়ে সোমা রজক উল্লেখিত দোকান ঘর জবরদখল সহ বিক্রয় করিবার চেষ্টা করিতেছে বলে অভিযোগ।
বিষয়টি স্থানীয় প্রাক্তন পৌর কাউন্সিলর জ্যোতি দত্তের নজরে আসতেই তিনি মীমাংসা করিয়া দেন বলে জানা গিয়েছে। এমনকি সীতারাম রজকের নামে এক লক্ষ টাকা রাখাও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু সীতারাম রজক তখন ঘটনাস্থলে না এসে এখন দোকানঘর দাবী করছে বলে অভিযোগ। সেক্ষেত্রেও ফের নতুন করে আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাক্তন পৌর কাউন্সিলর জ্যোতি দত্ত। তবে দোকান ঘরের দখল না মেলা পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন বলে দাবী করেছেন রজক দম্পত্তি।