শেষমেষ রাজ্য পরিবহন মন্ত্রী আবেদন আগামী কাল থেকে কোচবিহার বেসরকারি বাসের রাস্তায় নামাতে চলেছেন বাস মালিক সংগঠনগুলো ।

0
494

কোচবিহার:-শেষমেষ রাজ্য পরিবহন মন্ত্রী আবেদন আগামী কাল থেকে কোচবিহার বেসরকারি বাসের রাস্তায় নামাতে চলেছেন বাস মালিক সংগঠনগুলো । বুধবার কোচবিহার বীরেন্দ্র চন্দ্র দে সরকার বাস টার্মিনাস পরিবহন সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে বাস মালিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন । সেখানেই আগামীকাল থেকে একটা অংশ বেসরকারি বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা । তবে পরিবহন মন্ত্রীর আবেদনে রাস্তায় তারা বাস নামালেও আগামীতে কিছুদিনের মধ্যে তাদের বিষয়ে কোনো রকম চিন্তাভাবনা না করা হলে পরবর্তী সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন বৈঠকের মধ্য দিয়ে এমনটাই জানান ।


রাজ্য সরকার ১ তারিখ থেকেই রাজ্যে পরিবহন ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছিল । তবে তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া না বাড়ানো অব্দি রাস্তায় বাস না নামানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিল বাস মালিক সংগঠনের কর্মচারীরা । কারণ তাঁদের যে খরচ রাজ্য সরকারের নির্দেশিকা গাড়ি চালাতে বলেছে সেটা কোন মতেই ওঠা সম্ভব নয় । তবে তারা নিজেদের সিদ্ধান্ত পরিবহনমন্ত্রী আবেদনে বদল করলেও এখনো পুরোপুরি বাস রাস্তায় নামবে না এমনটাই জানান তারা । কারণ যাত্রী সংখ্যা কতটা হবে তা নিয়ে চিন্তিত রয়েছে । ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক ও যাত্রী সংখ্যা বাড়লে নিশ্চয়ই সমস্ত গাড়ি রাস্তায় নামানো হবে বলেও জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here