লিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্রকল্পকে সঠিক ভাবে রূপায়নের লক্ষ্য নিয়ে ই-রিক্সা কন্টেইনার ভ্যান নামালো কালিয়াগঞ্জ পুরসভা।

0
605

কালিয়াগঞ্জ:-লিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্রকল্পকে সঠিক ভাবে রূপায়নের লক্ষ্য নিয়ে ই-রিক্সা কন্টেইনার ভ্যান নামালো কালিয়াগঞ্জ পুরসভা। শহরের পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ করবে এই ই-রিক্সা কন্টেইনার ভ্যান। কালিয়াগঞ্জ পুরসভার তরফে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহকারী ই-রিক্সা কন্টেইনার ভ্যান পরিসেবা চালু করা হয়। প্রথম পর্যায়ে কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য ৭ টি ই-রিক্সা কন্টেইনার ভ্যান চালু করা হল। এরপর ধাপে ধাপে আবর্জনা ও বর্জ্য পদার্থ সংগ্রহে পরিবেশ বান্ধব এই ই-রিক্সা কন্টেইনার ভ্যানের সংখ্যা বৃদ্ধি হবে।


বাড়ি বাড়ি বর্জ্য পদার্থ সংগ্রহে নতুন এই ই-রিক্সা কন্টেইনার ভ্যান পরিসেবা চালু করে কালিয়াগঞ্জের পুরপ্রশাসক শচীন সিংহরায় জানান, রাজ্য নগরোন্নয়ন সংস্থার অধিনে শহরের বজ্য নিষ্কাশন করতে চালু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এই প্রকল্পের অধিনে নগরোন্নয়ন দপ্তর থেকে এই ই-রিক্সা কন্টেইনার ভ্যান দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ শহরের ১৭ টি ওয়ার্ডের জন্য সমসংখ্যক ব্যাটারি চালিত কন্টেইনার ভ্যান আসবে। প্রথম পর্যায়ে যে ৭ টি ভ্যান এসেছে, তা দিয়ে এদিন থেকে পরিসেবা চালু করা হল। ই-রিক্সা কন্টেইনার ভ্যানের মাধ্যমে বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহের কাযে গতি পাবে। পচনশীল ও কঠিন বর্জ্য পদার্থ সঠিক পদ্ধতি মেনে আলাদা ভাবে সংগ্রহ করার ব্যবস্থ্যা রয়েছে এই ই-রিক্সা কন্টেইনার ভ্যানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here