ভ্যাকসিনের টোকেন নেওয়া কে কেন্দ্র করে শহরবাসীর বিক্ষোভ ও পথ অবরোধ,সমস্যার সমাধান করল প্রশাসন

0
525

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, 3 জুলাই, দক্ষিণ দিনাজপুর:——গভীর রাত্রি থেকে পৌরসভায় ভ্যাকসিনের টোকনের লাইনে দাঁড়িয়ে সকালে ভ্যাকসিনের টোকন না পেয়ে পুরসভায় ও রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো শহরবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভায়।


টোকন নিতে আসা শহরবাসীরাদের অভিযোগ, ভ্যাকসিনের টোকনের জন্য রাত্রি একটা থেকে পৌরসভায় লাইন দিয়েছেন তারা।কিন্তু সকাল হতেই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের তরফে জানিয়ে দেওয়া হয় পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই পরে আসুন।যা শোনা মাত্রই সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে তুলে পুরসভায় সামনে বিক্ষোভ ও তার সামনে ৫১২নম্বর জাতীয় সড়ক বালুরঘাট মালদার উপরে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষেরা।


এ বিষয়ে পৌরসভা এলাকাবাসী মিনা সরকার অভিযোগ করে জানিয়েছেন, ভ্যাকসিন এর জন্য রাত্রিবেলায় লাইন দিয়েছিলাম , সকাল হতেই পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জানান সব শেষ পরে আসুক। বহুদিন ঘোড়ার পরে সমস্যার সমাধান না হওয়ায় তাই বিক্ষোভ ও পথ অবরোধ নামতে বাধ্য হয়েছি।


ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে বহু সময় ধরে বুঝানোর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
যদিও পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অজিত কুমার মণ্ডল জানিয়েছেন,পৌরসভায় পর্যাপ্ত ভ্যাকসিন নেই তাই কোনো ধরনের নোটিশ টানানো হয়নি পৌরসভায়।বিষয়টি না জেনেই এরা লাইনে দাঁড়িয়েছিল। সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন প্রশান্ত মিত্র ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও, জানিয়েছে তিনি জানিয়েছেন মানুষজনের জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন জায়গায় পরিষেবা বন্ধ থাকলেও এখানে তিনি চেষ্টা করেছেন শহরবাসীর জন্য ভ্যাকসিন এর এই পরিষেবা দেওয়া। শহরবাসী যখন ভালোই চাইছে না তাহলে আগামী দিনে সেই ভাবেই তিনি চিন্তাভাবনা করবেন আদতেও এমন বিষয় নিয়ে কি করা যায়।
দীর্ঘ সময় পর গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের তৎপরতায় ও পৌরসভার মধ্যস্থতায় সমস্যা সমাধান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here