শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২জুলাই দক্ষিণ দিনাজপুর:-ইলেকট্রিক শক্ খেয়ে গোডাউনের মধ্যে মৃত্যু হল এক শ্রমিক যুবকের।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশহারী থানার বুনিয়াদপুর পীড তলাতে। ঘটনার খবর পাবার পরেই ওই
যুবককে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করে। এমন ঘটনায় পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়ানেমে এসেছে।
পুলিশ জানাই মৃত ওই যুবকের নাম কৈলাশ সরকার(২৫)বছর তাঁর বাড়ি বংশীহারী ব্লকের ব্রজল্লভপুর গ্রাম পঞ্চায়েতের
কুসুম্বা এলাকায়। সে দির্ঘ৭/৮ধরে কাজ করে বুনিয়াদপুর কৃষি উন্নয়ন কেন্দ্রে নামে একটি সারের দোকানে পীরতলাতে মাসোহারা হিসেবে কাজ করত। এদিন বুনিয়াদপুরের মৃত ওই মালিকের গোডাউনে মাল দিতে এসেছিল। সেখানেই সে ইলেকট্রিক শক খেয়ে গোডাউনের
মধ্যে পরে গিয়েছিল। বিষয়টি জানার পরে স্থানীয় এলাকাবাসী তাঁকে রসিপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের এক এলাকাবাসী বিজয় সরকার জানিয়েছেন ,আমরা খবর পাবার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দোকান মালিক কালীচরণ সরকার জানিয়েছেন, প্রায় ৭/৮ ধরে আমাদের দোকানে কাজ করতোও। খুবই ভালোবাসতাম ওকে। বুঝতেই পারছিনা ওর এমন হতে পারে।আমার দোকানে কাজ করত ও নিজের ছেলের মত মনে করতাম।
মৃতের দাদা হরিশ চন্দ্র সরকার জানিয়েছেন,খবর পেয়ে এসে হাসপাতালে দেখি ভাই মারা গেছে।ও যে এমন ভাবে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা।
পুলিশ জানিয়েছে, শনিবার মৃতদেহ ময়না তদন্ত করা হবে। পুরো ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এমন ঘটনায় মৃতের দোকান মালিক সহ পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।





















