বালুরঘাটে জামাইবাবুকে পিটিয়ে খুনের অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

0
586

বালুরঘাটে জামাইবাবুকে পিটিয়ে খুনের অভিযোগ শ্যালকের বিরুদ্ধে , মদ্যপান করে বাদানুবাদ থেকেই  বিপত্তি

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ জুলাই–––  জামাইবাবুকে পিটিয়ে খুনের অভিযোগ শ্যালকের বিরুদ্ধে। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৫ নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত জামাইবাবুর নাম অঞ্জন সিং। পেশায় দিনমজুর ছিল সে। বৃহস্পতিবার রাতে রোজকার মতো মদ্যপান করে বাদানুবাদে জড়িয়ে পড়েন শ্যালক ও জামাইবাবু। অভিযোগ, সে সময় শ্যালক রঞ্জন সিং ভারী জাতীয় কিছু দিয়ে অঞ্জনের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ওইদিন রাতেই তাকে নিয়ে ছুটোছুটি করে প্রতিবেশীরা। যদিও হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রঞ্জন সিং পলাতক এলাকা থেকে। এদিন সকালে এই ঘটনা জানবার পরেই এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে বালুরঘাট থানার  পুলিশ। যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে তেমনভাবে মুখ খুলতে চাননি প্রতিবেশীরা ।  

এক প্রতিবেশী বাসন্তী সিং বলেন, রাতে একটা ঝামেলা হয়েছিল এদিন সকালে তারা তা জানতে পেরেছেন। তবে রোজকার মারামারির বিষয় তার জানা নেই।

ঘটনা প্রসঙ্গে মৃতর শাশুড়ি রেখা সিং জানিয়েছেন, মদ্যপ অবস্থায় ছেলে রঞ্জন সিং-এর সঙ্গে তার জামাই অঞ্জন সিং-এর মারামারি হয় এবং সে সময় তিনি ঘরে ছিলেন দুই নাতনিকে নিয়ে। জামাইকে তার ছেলে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেনি । ফলে রক্তপাতও হয়নি । দেওয়ালে লেগেই অজ্ঞান হয়ে গিয়েছিল তার জামাই। পরে তার মৃত্যু হয়েছে। 

মৃতর ভাই অর্জুন সিং বলেন, মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্তের মাধ্যমেই সামনে আসবে। তবে তারা জেনেছেন, গতকাল রাতে দরকারি কোন কাজে শ্বশুড়বাড়িতে যাবার পরেই ঝামেলার সুত্রপাত হয়। ভারী জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।  ঘটনায় জড়িত শ্বশুড়বাড়ির লোকেদের দৃষ্টান্তমূলক শাস্তি চান  তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here