জলপাইগুড়ি:- পরকীয়া প্রেমের অভিযোগে বিবাহিত পুরুষ ও মহিলাকে বেঁধে রাখল এলাকাবাসীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। মঙ্গলবার রাত আনুমানিক দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির পূর্ব মাগুরমারীর গিলান্ডীপাড় সংলগ্ন এলাকায়। বিবরণে প্রকাশ, গিলান্ডি পাড় সংলগ্ন এলাকায় এক বিবাহিত মহিলার বাড়িতে আসত বিবাহিত এক যুবক বলে অভিযোগ। স্থানীয়রাও রাতেই ওই যুবকক ও মহিলাকে বেঁধে রাখে। স্থানীয় সূত্রে জানা গেছে ঐ মহিলার পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি ধুপগুড়ি নিরঞ্জন পাঠ এলাকায় বলে জানা গিয়েছে। তারও দুটি সন্তান রয়েছে। স্থানীয় গ্রামবাসী কয়েকজন সেই বিবাহিত পুরুষ এবং মহিলাকে উত্তম মাধ্যমও দেন বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বুধবার জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পরকীয়া প্রেমের অভিযোগে বিবাহিত পুরুষ ও মহিলাকে বেঁধে রাখল এলাকাবাসীরা।
















