পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৭ জুন––– পথ দুর্ঘটনা রোধ সহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা বসালো পতিরাম থানার পুলিশ । রবিবার আনুষ্ঠানিক ভাবে পতিরাম এলাকায় ৯টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র । উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, ডিএসপি সদর সোমনাথ ঝা সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা। জেলা পুলিশের দাবী, পতিরামের বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব মিলিয়ে ৯টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে । বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজকর্ম রোধ সহ পথদুর্ঘটনার মত বিষয়গুলি অতিসহজেই সমাধান করা যাবে ক্যামেরার সাহায্যে । পুলিশের এমন উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয় বলে দাবি করেছেন মন্ত্রী বিপ্লব মিত্র।

জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, নয়টি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আগামীতে আরও বেশি ক্যামেরা লাগানো হবে এলাকায়।