মুক্তিপণ চেয়ে দক্ষিণ দিনাজপুরের তিন নির্মান শ্রমিককে কালিয়াচকে অপহরণ দুষ্কৃতিদের, অভিযোগ নিতে অস্বীকার করছে পুলিশ, দাবি পরিবারের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ জুন––– ভিন রাজ্যে থেকে ফেরার পথে দক্ষিণ দিনাজপুরের তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করবার ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য। মুক্তিপণ দাবী করে হুমকিও দেওয়া হয়েছে অপহরণকারীদের তরফে বলে অভিযোগ । মালদার কালিয়াচক থেকে অপহরণ করা হয়েছে ওই তিন শ্রমিককে। এদিকে ঘটনার পর থেকেই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অপহৃত শ্রমিকদের পরিবারগুলি। অভিযোগ নিতে অস্বীকার করছে পুলিশ, দাবি পরিবারের।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, অপহৃত ওই শ্রমিকদের নাম বচ্চন বর্মণ, দীনেশ বর্মণ এবং দীপঙ্কর মহন্ত । বচ্চন তপন ব্লকের অভিরামপুর এলাকার বাসিন্দা হলেও, অপর দুই জন বালুরঘাটের ত্রিকূল এবং কুয়ারণ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জলঘর এলাকার ঠিকাদার নগেন বর্মণ, গগন বর্মণ এবং বিষ্ণু মহন্ত ওই ৩ জন শ্রমিককে নির্মাণ কাজের জন্য অন্ধপ্রদেশে নিয়ে যায়। কাজ শেষ করে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন তারা । ১৯-ই জুন মালদা স্টেশনে নামা মাত্রই কালিয়াচকের কিছু অপহরণকারী তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের লোকেদের কাছে মুক্তিপণ চেয়ে হুমকিও দেওয়া হচ্ছে দুষ্কৃতিদের তরফে। পুরো ঘটনাকে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অপহৃত পরিবারগুলিতে।

বচ্চন বর্মণের আত্মীয় যুগল বর্মণ জানিয়েছে, অপহরণকারীরা ওই ঠিকাদারদের কাছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা পান । যে টাকা না দেওয়া অবধি তাদের মুক্তি দেবে না বলেও হুমকি দেওয়া হয়েছে অপহরণ কারীদের তরফে। শুধু তাই নয়, টাকা না পেলে কিডনিও বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
বচ্চনের মা লতা বর্মণ বলেন, ছেলে ফোন করে বলছে তারা বড় বিপদের মধ্যে রয়েছে । অথচ থানা কোন অভিযোগ জমা নিচ্ছে না। দুই দিন ধরে ঘুরছেন তারা।