পুলিশের ততপরতা, হারিয়ে যাওয়া ১৮ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলো বালুরঘাট থানার পুলিশ
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪জুন— চুরি যাওয়া মোবাইল ফোন ফেরাতে ততপর হল পুলিশ। বালুরঘাটে হারিয়ে যাওয়া ১৮ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সোমবার বালুরঘাট থানা প্রাঙ্গন থেকে প্রকৃত মালিকদের হাতে ওই সব ফোন তুলে দেন জেলা পুলিশের আধিকারিকরা। পুলিশ সূত্রের খবর, বিভিন্ন সময় থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে। ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নামে একে একে ১৮ টি মোবাইল উদ্ধার করা হয়। এদিন সেগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ পাবার পরেই সেগুলির তদন্তে নেমে উদ্ধার করা সম্ভব হয়েছে। যেগুলি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।
