কোচবিহার :-
ছেলের হাতে বাবা খুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর খাগড়াবাড়ি এলাকায় ।ঘটনায় আহত অবস্থায় মা,বৌদি ও দাদা বর্তমান কোচবিহার বেসরকারি হাসপাালে চিকিৎসাধীন রয়েছে।মৃত বাবার নাম রুপকনি কুমার দেব(৯৮) ।ঘটনায় পুন্ডিবারি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শম্ভু দেব নেশাগ্রস্ত অবস্থায় ঘটনা ঘটিয়েছে ।বর্তমান অভিযুক্ত হস্পটালে ভরতি রয়েছে ।
মৃত ব্যক্তি রুপকনি কুমার দেব নাতি, নির্জন দেব অভিযোগ করে বলেন রবিবার রাতে তার ছোট কাকা শম্ভু দেব নেশাগ্রস্ত অবস্থায় এসে গালাগাল করতে থাকে সেই সময় হাতে ধারল অস্ত্র দিয়ে তার দাদু মনে সম্ভু দেবে তারা বাবা রূপকনি কুমার দেব কে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। সেই সময় তার সম্ভু র মা শ্রিপা দেব এবং তার বৌদি আলোরানি দেব গেলে তাদের আঘাত করে। পারে খবর পেয়ে তার মেছ কাকা বিশ্বজিৎ দেব এলে তার উপর চড়াও হয় ।তার হাতে আঘাত করে ।পারে কোনরকম তার হাত থেকে সেই অস্ত্র উদ্ধার করা হয়। পড়ে আহতদের উদ্ধার করে প্রথম কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে রেফার করে দেওয়া হয় । পড়ে তাদের কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে রাতে বাবা রুপকনি কুমার দেব মৃত্যু হয় ।খবর পেয়ে পুন্ডিবারি থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।অভিযুক্ত ওই যুবক আহত হওয়ার তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে ।তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে ।ঘটনার সাথে অন্য কোন যোগ রয়েছে কি না ।