ব্যাংক থেকে লোন নিতে গেলে দিতে হবে কাটমানি। এবারে কাট মানি চাওয়ার অভিযোগ উঠল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার ঘটনা। যদিও কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার সঞ্জয় কুমার সিং।

হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। ওই শাখার ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে লোন পাইয়ে দেওয়ার নামে কাটমানি চাওয়ার অভিযোগ করলেন স্থানীয় এক ব্যবসায়ী। অভিজিৎ গুপ্ত নামে ওই ব্যবসায়ীর অভিযোগ 2018 সালে তাঁর লোন স্যাংশন হয়। কিন্তু সেই সময় ওই ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তাঁর ট্রান্সফার হয়ে যায়। এরপর নতুন ম্যানেজার আসলে বারবার ঘুরে লোন পাননি তিনি। এমনকি তার কাছ থেকে 1০ লক্ষ টাকা লোন করে দেওয়ার জন্য ১লক্ষ টাকা ব্যাঙ্ক ম্যানেজার চাই বলে অভিযোগ। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছেন তিনি।
এদিকে ওই ব্যাংকের আরেক গ্রাহক বিপ্লব গুপ্তের অভিযোগ 2019 সালে ওই ব্যাংক থেকে চার লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। সেই লোন নিতে তাকে কাটমানি দিতে হয়েছিল। কিন্তু কোথায় অভিযোগ জানাবেন বিষয়টি বুঝতে না পারায় অভিযোগ করতে পারেননি। এরপর অনেকের সাথে এই ঘটনা ঘটেছে এবং তারা অভিযোগ করেছেন জানতে পেরে তিনি অভিযোগ করেন।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ব্যাঙ্ক ম্যানেজার সঞ্জয় কুমার সিং। তার দাবি কাগজপত্রের ত্রুটি থাকায় লোন স্যাংশন হয়নি। তিনি কারও কাছ থেকে কোনো টাকা-পয়সা নেননি বলেও দাবি তার।