সরকারী হোমে ২৩ কিশোর করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য স্বাস্থ্য দপ্তরে।

0
478

সরকারী হোমে ২৩ কিশোর করোনা আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য স্বাস্থ্য দপ্তরে। কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে হোমে স্যানিটাইজিং করা হয়েছে।

উত্তর দিনাজপুর:—করোনায় আক্রান্ত এবারে ২৩জন কিশোর। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত রাজ্য সরকারের অধীনস্ত সিএনসিপি বয়েজ হোমে আক্রান্ত ২৩ আবাসিক। ২৬ জন আবাসিকের মধ্যে ২৩ জন আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য আধিকারিকরা।


স্বাস্থ্য দফতর ও সংঘ সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ওই হোমের আবাসিকদের মধ্যে দুজন আবাসিকদের উপসর্গ থাকায় তাদের লালারস টেস্ট করানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
পরে বাকিদের টেস্ট করা হলে সেক্ষেত্রে আরো ২১জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে।


স্বাস্থ্য দফতর ও স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আবাসিকদের পরিচর্যা ও চিকিৎসার ব্যবস্থা শুরু হয়েছে বলে সংঘ সুত্রে খবর।
এদিকে আসন্ন তৃতীয় ঢেউ এ শিশুদের আক্রান্তের সম্ভাবনায় যখন একাধিক ব্যবস্থা নিচ্ছে সরকার তার আগে উত্তর দিনাজপুরের এই হোমে এতজন আবাসিকদের একসঙ্গে কোভিড পজিটিভ হওয়ার ঘটনা যথেষ্টই ভাবনার বিষয় বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে করোনা মোকাবিলায় হোমে স্যানিটাইজিং করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here