মালদা :–মানিকচকের ভূতনিতে গঙ্গা ভাঙন রোধের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রীকে এলাকায় পেয়ে তাদের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ সরব এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাহমুদের নামে কার্যত টাকা লুটপাট চলছে। তোলা দিয়ে কাজ করতে হয় ভুতনি এলাকায় অভিযোগ ঠিকাদারের। বাম জামানা থেকে ঘুঘুর পরিণত হয়েছে সেচ দপ্তর। মুখ্যমন্ত্রী ও এই বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। দুর্নীতি দূর করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে মাত্র দু একজন ঠিকাদার বারবার কাজ পান সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মানিকচকের ভূতনিতে গঙ্গা ভাঙন রোধের কাজ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।