পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ জুন––– জিও কোম্পানির নাম করে প্রতারণা বালুরঘাটে । প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে নিজের অ্যাকাউন্টের ৪ হাজার টাকা খোয়ালেন বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি। রবিবার এমন ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
জানা গেছে, এদিন সকালে বালুরঘাট শহরের কংগ্রেস পাড়ার বাসিন্দা তথা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আনন্দ রায়ের কাছে একটি ফোন আসে। ফোন করা ব্যক্তি নিজেকে জিও কোম্পানীর কর্মী বলে পরিচয় দেয় এবং তার ব্যবহৃত জিও সিমটি ফাইভ জি-তে রুপান্তরিত করার আশ্বাস দিয়ে আধার এবং প্যান কার্ড চান। হোয়াটস্অ্যাপে যেসব তথ্য দেবার কিছু পরেই ওই যুব নেতার কাছে ওটিপি চান ওই ব্যক্তি । ফোনে আসা ওটিপি শেয়ার করতেই আনন্দর স্যালারি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় চার হাজার টাকা । পরেক্ষনেই বিষয়টি বুঝতে পারেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই মোবাইলের টাওয়ার বসানোর প্রলোভন দেখিয়ে কুমারগঞ্জের এক যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে প্রতারণা চক্রীরা। এছাড়াও প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষের কাছে আসছে প্রতারণা চক্রীদের এমন ফোন। আধার লিঙ্কের নাম করেই যাদের কাছ থেকে মুহুর্তেই প্রতারকরা লুটে নিচ্ছেন টাকা।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক প্রচার চালানোর দাবী তুলছেন অনেকেই । আনন্দ রায় জানিয়েছেন, তিনি বালুরঘাটের সাইবার ক্রাইম থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করবেন।
Home বাংলা উত্তর বাংলা ফোনের ওটিপি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সর্বস্ব খোয়ালেন তৃণমূল যুব নেতা, চাঞ্চল্য বালুরঘাটে