লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াল বালুরঘাট হাই স্কুলের ছাত্ররা, ২০০১ সালের মাধ্যমিক ব্যাচের অভিনব উদ্যোগ

0
443

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ জুন––– করোনার লকডাউনে অসহায় মানুষদের পাশে দাড়াতে এগিয়ে এলেন বালুরঘাট হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা । রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে সকলে একত্রিত হয়ে শতাধিক মানুষের মধ্যে খাবার সামগ্রী তুলে দেন । ২০০১ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা এদিন এমনই একটি অভিনব  উদ্যোগ নেন । ছাত্রদের দাবী, লকডাউনে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তাদের এমন উদ্যোগ । আগামীতেও বালুরঘাটের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেবেন তারা । এছাড়াও বিদ্যালয়ের তরফে লকডাউনের জন্য যে কিচেন চালানো হচ্ছে সেখানেও সাহায্য করবেন তারা বলেও জানানো হয়েছে ছাত্রদের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here