পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ জুন––– করোনার লকডাউনে অসহায় মানুষদের পাশে দাড়াতে এগিয়ে এলেন বালুরঘাট হাইস্কুলের প্রাক্তন ছাত্ররা । রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে সকলে একত্রিত হয়ে শতাধিক মানুষের মধ্যে খাবার সামগ্রী তুলে দেন । ২০০১ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা এদিন এমনই একটি অভিনব উদ্যোগ নেন । ছাত্রদের দাবী, লকডাউনে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতেই তাদের এমন উদ্যোগ । আগামীতেও বালুরঘাটের বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেবেন তারা । এছাড়াও বিদ্যালয়ের তরফে লকডাউনের জন্য যে কিচেন চালানো হচ্ছে সেখানেও সাহায্য করবেন তারা বলেও জানানো হয়েছে ছাত্রদের তরফে।
Home বাংলা উত্তর বাংলা লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়াল বালুরঘাট হাই স্কুলের ছাত্ররা, ২০০১ সালের মাধ্যমিক...