শীতল চক্রবর্তী গঙ্গারামপুর৬জুন দক্ষিণ দিনাজপুরঃ-টোটো চালকের সততা । টোটোর মধ্যে যাত্রীর ফেলে যাওয়া দামি মোবাইল ফোন পেয়ে থানার মাধ্যমে মোবাইলের মালিকে ফিরিয়ে দিলেন।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাপুর শহর এলাকার ঘটনা। শনিবার রাতেই গঙ্গারামপুর থানার পুলিশ টোটো চালককে ডেকে নিয়ে এসে মোবাইলের মালিকের খোঁজ খবর করে তাঁর হাতে তা তুলে দিলেন।টোটের চালক জানালেন,গরীব হলেও লোভ নেই আমার মধ্যে। তাই থানার মাধ্যমে যার জিনিশ তাঁর হাতে ফেরত দিতে পেরে আমি খুশি৷মোবাইল ফেরত পেয়ে মোবাইলের মালিক ও তার এক প্রতিবেশী জানালেন, সমাজে এখন সৎ মানুষ আছে।তারা ওই টোটো চালক ও থানার পুলিশ প্রশাসনকে এমন কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।থানার আইসি জানালেন, এমনটা খুবই কমই দেখা যায়।ধন্যবাদ জানাই টোটো চালককে।সকলেই যদি এমনকাজে এগিয়ে আসে তাহলে ভালোই হয়৷

গঙ্গারামপুর থানার উত্তর বেলবাড়ি এলাকার বাসিন্দা এক টোটো চালক শনিবার বিকেলে গঙ্গারামপুর থানার শিববাড়ি এলাকার এক কিশোর অজিত সরকারকে টোটো নিয়ে স্টেডিয়ামের দিকে নামিয়ে দিতে গিয়েছিল।সেই সময় ওই টোটোতে আরো কয়েকজন যাত্রী ছিল বলে টোটো চালক জানিয়েছেন।কিন্তু অজিত সরকার ও বাকি যে কয়েকজন যাত্রী টোটোতে ছিল তাঁদের টোটো থেকে নামানোর পরে টোটো চালক একটি ওপো এম-৩ দামি মোবাইল ফোন দেখতে পাই।

তখন টোটো চালক ফোনটি নিজের কাছে রেখে দিয়ে স্টেডিয়ামের আশপাশে এসে অজিত সরকারকে খুঁজতে থাকেন মোবাইল ফোনটি ফেরত দেবে বলে।কিন্তু সেখানে তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলে টোটো চালক জানিয়েছেন।এর পরেই গরীর টোটো চালক এক মহুত সময় নষ্ট না করে গঙ্গারামপুর থানায় এসে সেই দামি মোবাইল ফোনটি জমা করে দেন। পুরো ঘটনাটি থানার দায়িত্ব থাকা মহিলা পুলিশ অফিসার এসআই পাপড়ি সাহা আইসি পূর্ণেন্দু কুন্ডুকে জানান।তিনি থানার ওসি এসআই সমির মন্ডল ও মহিলা পুলিশ অফিসার পাপড়ি সাহাকে দেখতে বলেন খোঁজ নিয়ে কার এই মোবাইল ফোন সেটা বের করতে।এর পরেই সমিরবাবু খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে , মোবাইল ফোনটি শিববাড়ি এলাকার বাসিন্দা অজিত সরকারের। তখনিও থানাতে মোবাইল ফোনটি ফেরত দেওয়া টোটো চালককে থানাতে ডেকে নেন।সেখানে মহিলা পুলিশ অফিসার এসআই পাপড়ি সাহা মাধ্যমে এসআই সমির মন্ডল শনিবার রাতে টোটো চালক থানাতেই মোবাইল মালিক অজিত সরকারের হাতে সেই ফোনটি তুলে দেন।
মোবাইল ফোনটি ফেরত দেবার সময় টোটো চালক জানালেন, গরীব হলেও আমার মধ্যে কোন লোভ নেই।তাই থানার মাধ্যমে যার জিনিশ তাঁর হাতে ফেরত দিতে পেরে আমি খুশি৷
মোবাইল ফেরত পেয়ে মোবাইলের মালিক অজিত সরকার ও তাঁর এক আত্মীয় বিশ্বজিৎ সরকার জানালেন, সমাজে এখনও সৎ মানুষ আছে সেটা এমন কাজের ফলেই বুঝা গেল৷ওই টোটো চালক ও থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানালেন,এমনটা খুবই কম দেখা যায়।ধন্যবাদ জানাই টোটো চালককে। সকলেই যদি এমনকাজে এগিয়ে আসে তাহলে ভালোই হয়৷