বোল্লা কালি মন্দির থেকে পুজো দিতে যাবার পথে গঙ্গারামপুরে হঠাৎ গাড়িতে ধরে গেল আগুন

0
602

বোল্লা কালি মন্দির থেকে পুজো দিতে যাবার পথে গঙ্গারামপুরে হঠাৎ গাড়িতে ধরে গেল আগুন।হতাহতের কোন খবর নেই, দমকলের ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশ গাড়িটিকে উদ্ধার করেছে।


শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর ,4জুন, দক্ষিণ দিনাজপুর :—বোল্লা কালী মন্দিরে পুজো দিতে যাবার পথে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হল একটি গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেল গাড়ি মালিক ,তার পরিবার সহ গাড়ি চালকও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌপতিতে ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে।
জানা গিয়েছে দৌলতপুরের বাসিন্দা বিমল সরকার কিছু দিন আগেই একটি ছোট গাড়ি কিনেছিলেন। তার পরিবার কে নিয়ে বোল্লা কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। গাড়ি গঙ্গারামপুর পৌঁছতেই ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পায় গাড়িচালক, হঠাৎই আগুন লেগে যায় গাড়ির সামনের অংশে, আগুন দেখে কোনো ক্রমে গাড়ির মালিক ও তার পরিবার এবং গাড়িচালক প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসেন গাড়ি থেকে। পরে আগুনের ঝলসায় গাড়ির সামনের অংশ ভস্মীভূত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।
বিমল সরকার নামে ওই গা গাড়ির চালক জানিয়েছেন,কেমন করে এমন ঘটনা ঘটে গেলে টা বুঝে উঠতে পারিনি।অল্পের জন্য বেঁচে গিয়েছি।
সঞ্জিত সরকার নামে এক এলাকার প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ,গাড়িতে আগুন লাগার ঘটনা দেখার পরেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়।তারাই এসে আগুন নিভিয়ে ফেলে।কেউ হতাহত হয়নি।
পরে গঙ্গারামপুর থানা থেকে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here