হরিরামপুর দৌতারিপাড়ার বাসিন্দা ওয়াসিন রেজার বিরুদ্ধে জোর পুর্বক পাট খেতে কিশোরিকে ধর্ষনের অভিযোগ,মদত দেবার অভিযোগ তাঁর আত্মীয়দের বিরুদ্ধে

0
826

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩জুন দক্ষিণ দিনাজপুরঃ-বেশ কয়েকদিন আগে এক নবম শ্রেনীর স্কুল ছাত্রীকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে পাটখেতের মধ্যে ধর্ষন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ।সেই কাজে মদত দেবার অভিযোগ উঠেছে ধর্ষনের ঘটনায় অভিযুক্তের বেশ কয়েকজন আত্মীয়স্বজনদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার দৌতারিপাড়াতে ।এবিষয়ে ধর্ষিতার পরিবারের লোকজনদের তরফে হরিরামপুর থানার চেরাগীপাড়া বাসিন্দা যুবক ওয়াসিন রেজার বিরুদ্ধে জোর পুর্বক পাট খেতের মধ্যে নিয়ে গিয়ে এক কিশোরিকে ধর্ষন করা সহ সেই কাজে মদত দেবার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের ৮জনের নামে৷ধর্ষিতা ও তাঁর পরিবার এমনকি প্রতিবেশীরাও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।বর্তমানে অভিযুক্তরা পালাতক,তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

হরিরামপুর থানার দৌতারিপাড়ার এলাকার বাসিন্দা ওয়াসিন রেজার বিরুদ্ধে ওই ওই নবম শ্রেনীর স্কুল ছাত্রীর অভিযোগ,বেশ কয়েকদিন আগে রাত্রি বেলায় তাঁকে তাঁর বাড়ি থেকে জোর পুর্বক তুলে নিয়ে যায়।সেখান থেকে একটি পাট খেতের মধ্যে ধারালো অস্ত্র ভয় দেখিয়ে তাঁকে তাঁর ইচ্ছের বিরুদ্ধ জোর ধর্ষন করে বলে অভিযোগ।এমনকি এমন কাজে ওয়াসিন রেজাকে মদত দিতে পরিবারের আরো ৭জন জড়িয়ে আছে বলে অভিযোগ ওই ধর্ষিতার। ধর্ষিতা ওই স্কুল ছাত্রী দৌতারিপাড়ার এলাকার বাসিন্দা ওয়াসিন রেজার বিরুদ্ধে অভিযোগ করে বলেন,জোর

করেই খুনের ভয় দেখিয়ে আমাকে ধর্ষন করেছে। পরিবারের লোকজনেরা এমন কাজে সহযোগিতা করেছে।দোষিদের কঠোর শাস্তির দাবি জানাই।

স্কুল ছাত্রী ধর্ষিতা মাও ওই যুবক ও তাঁর পরিবারের লোকজনদের ফাঁসির সাজা হোক তাঁদের এমনি দাবি করেছেন। এলাকার এক প্রতিবেশীও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন।

হরিরামপুর থানার পুলিশ জানিয়েছে,লিখিত অভিযোগ পেয়েছি মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here