শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ৩ জুন ,দক্ষিণ দিনাজপুরঃ–করোণা সংকটের মধ্যে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে থানা চত্বরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দেনডুপ শেরপা , গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ, মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, ট্রাফিক ওসি পার্থ ঝা, থানার বড়বাবু সমীর মন্ডল,টাউন বাবু শুভঙ্কর চক্রবর্তী, অফিসার আশরাফুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।সেখানে প্রায় 50 জনের বেশি রক্ত দাতা রক্ত দান করেন। সেখানে শুধু থানার পুলিশ কর্মীরাই নয়, স্বেচ্ছায় বহু মানুষজন রক্ত দান করেন।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, রক্ত সুন্দর মেটানোর জন্যই পুলিশের এমন উদ্যোগ নেওয়া। আগামী দিনেও আমরা এমন কাজ বিভিন্ন থানা এলাকায় করে যাব।
জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।