জলপাইগুড়ি:- কার্যত লকডাউনের মধ্যে আগুনে ভস্মীভূত হল মুদি দোকান। চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি মার্কেট এলাকায়। বিবরণে প্রকাশ, এদিন দোকান মালিক রবি সাহা দুপুরে দোকান বন্ধ করে বাড়ি যান। পড়ে শুনতে পান তার দোকানে আগুন লেগেছে। দ্রুত দোকানে এসে দেখেন আগুনে ভস্মীভূত অধিকাংশ জিনিসপত্র। দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন। ফায়ার ব্রিগেডের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কোনকিছুই অবশিষ্ট আর বাকি ছিল না বলে জানান দোকান মালিক রবি সাহা। আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, পরিবারের শুধুমাত্র এই দোকানটি অবলম্বন ছিল। লকডাউনের বাজারে এভাবে দোকান পুড়ে ছাই হওয়ায় হতাশ ক্ষতিগ্রস্ত পরিবারটি। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দমকলের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং অন্যান্য দোকান বা পার্শ্ববতী এলাকার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। ঠিক কি কারণে আগুন লেগেছে তা জানা না গেলেও বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে জানান স্থানীয়রা।
Home বাংলা উত্তর বাংলা কার্যত লকডাউনের মধ্যে আগুনে ভস্মীভূত হল মুদি দোকান। চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে।