জলপাইগুড়ি:- নিজের মাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ! ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। খবরের প্রকাশ, বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের রায়পুর চা বাগানে এক শ্রমিক পরিবারের বড় ছেলে তার মা’কে জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রায়পুর সহ জলপাইগুড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের বড় ছেলে আকাশ চিক বড়াইক প্রায়ই নেশা করত। এদিন দুপুরেও সে নেশার টাকা দাবি করে মায়ের কাছে। টাকা না দেওয়াতে বচসা শুরু হয়। ক্ষিপ্ত হয়ে নিজের মা সুন্দরী চিক বড়াইককে পাশে থাকা জ্বালানি কাঠ দিয়ে পেটাতে থাকে বলে অভিযোগ। নিমিষেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয় বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ পুলিশবাহিনী। অভিযুক্ত ছেলে আকাশকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।