পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২ জুন––– সাত বারের প্রাক্তন বিধায়ক নর্মদা রায়কে শেষ শ্রদ্ধা জানালেন আরএসপি’র জেলা নেতৃত্ব । বুধবার বালুরঘাট জেলা হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ আনা হয় জেলা কার্যালয়ে । সেখানে রাজ্য নেতা বিশ্বনাথ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা ফুলের তোড়া এবং মালা দিয়ে শ্রদ্ধা জানান ।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে কিছু দিন আগে তাঁর স্ত্রী সহ প্রাক্তন বিধায়ক নিজেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন । করোনা পরীক্ষায় তাঁর রিপোর্টও পজেটিভ আসে । পরে তিনি করোনা লড়াইয়ে জিতে গেলেও তিন দিন আগে করোনাতেই মৃত্যু হয় তাঁর স্ত্রীর। মঙ্গলবার বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নর্মদা রায়। এমন ঘটনায় শোকের ছায়া নেমে আসে তাঁর পরিবারে ।
বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন । দেশ ও দশের কাজে সব সময় নিজেকে মগ্ন রাখতেন তিনি । তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল তাদের সংগঠনের ।