মালদা:-হরিশ্চন্দ্রপুর বাজার এলাকায় সোনার দোকানে চুরি। প্রায় দু লক্ষ টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। আজ সকালে বিষয়টি নজরে আসে। দেওয়াল দেবল কেটে ভেতরে ঢুকে সমস্ত সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হরিশ্চন্দ্রপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।