পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে

0
370

পঞ্চায়েত অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। ইটাহার সদর গ্রামপঞ্চায়েতের অফিসের তালা ভেঙে কম্পিউটার, ল্যাপটপ সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র লোপাট করে নিয়ে গিয়েছে দুস্কৃতীরা। ঘটনার খবর পঞ্চায়েত অফিসে ছুটে আসেন বিজেপির প্রধান অশোক বর্মন সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসে ইটাহার থানার পুলিশ। পুলিশ ইটাহার গ্রামপঞ্চায়েত অফিসের কয়েকজন কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহার ব্লক সদরেই রয়েছে ইটাহার গ্রামপঞ্চায়েতের অফিস। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ গ্রামপঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী অফিসে আসার পরই লক্ষ করেন অফিসের মূল গ্রীলের গেট তালাবন্ধ থাকলেও অফিসের সমস্ত ঘরের দরজার তালা ভাঙা। তিনি সাথে সাথেই গ্রামপঞ্চায়েত প্রধান অশোক বর্মনকে খবর দেন। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকেও। পুলিশ আসলে অফিসের মূল গেটের তালা খুলে দেখা যায় সমস্ত ঘরের তালা ভাঙা। ঘরের ভেতরে থাকা কম্পিউটার এবং আলমারি ভেঙে ভেতর থেকে ল্যাপটপ সহ বহু মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছে। বহু জরুরি কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুস্কৃতীরা। ইটাহার গ্রামপঞ্চায়েতের প্রধান অশোক বর্মন বলেন, অফিসের মূল গেটে তালাবন্ধ করা থাকলেও দোতালার সিড়ির গেটে তালা দেওয়া থাকেনা। অনুমান দুস্কৃতীরা সেই পথেই ভেতরে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। ইটাহার থানায় চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here