শিলিগুড়ি:-
লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তি কে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ।জানা গিয়েছে,ধৃতের নাম মোহাম্মদ সাহিল শেখ।সে প্রধাননগর থানা অন্তর্গত নর্মদা বাগান এলাকার বাসিন্দা।ধৃত ওই ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাসারি মোড় থেকে ধৃত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।